ঢাকা: সেই কবে মঙ্গোলীয়দের আক্রমণ থেকে রক্ষা পেতে মহাপ্রাচীর নির্মাণ করেছিল চীন। এবার জঙ্গিদের হামলা থেকে বাঁচতে সীমান্তে প্রাচীর নির্মাণের পথে তিউনিসিয়া।
সম্প্রতি তিউনিসিয়ার সমুদ্র সৈকতে জঙ্গি হামলায় ৩৮ পর্যটক নিহত হওয়ার ঘটনার পর এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে প্রধানমন্ত্রী হাবিব এসেড বলেন, তিউনিসিয়া-লিবিয়া সীমান্তে এ প্রাচীর নির্মিত হবে। এর দৈর্ঘ্য হবে ১৬০ কি.মি (১০০ মাইল)। চলতি বছরের মধ্যেই এর নির্মাণ কাজ শেষ হবে।
সেনাবাহিনী প্রাচীর নির্মাণের কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিউনিসিয়া সরকারের ধারণা, গতমাসে সৈকতের রিসোর্ট সেন্টারে বিদেশি পর্যটকদের ওপর হামলাকারীরা লিবিয়ায় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত।
হামলার পর তিউনিসিয়ায় এখন জরুরি অবস্থা চলছে। দেশজুড়ে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন হোটেল ও সমুদ্র সৈকতে ১ হাজার ৪০০ বেশি সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
কেএইচ/