ঢাকা: আফগানিস্তানের আচিনে মার্কিন ড্রোন হামলায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা হাফিজ সাঈদ নিহত হয়েছেন। একই হামলায় নিহত হয়েছে আরও ৩০ আইএস জঙ্গি।
শুক্রবার (১০ জুলাই) রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলের নাঙ্গারহার প্রদেশের আচিনে এ হামলা চালানো হয়। আফগান গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে শনিবার (১১ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
নিহত হাফিজ সাঈদ আইএসের আফগানিস্তান ও পাকিস্তান অঞ্চলের নেতা ছিলেন। তিনি পাকিস্তান ও ভারতের জঙ্গি তৎপরতায়ও জড়িত ছিলেন।
এর আগে, ৭ জুলাই একই ধরনের হামলায় নিহত হন শহীদুল্লাহ শহীদ নামে আরও এক জঙ্গি।
আফগান গোয়েন্দা সংস্থা ‘জাতীয় নিরাপত্তা অধিদফতরের’ (এনডিএস) পক্ষ থেকে বলা হয়, শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট আইএস জঙ্গিদের গোপন ঘাঁটিতে হামলা চালায়। এতে সহযোগিতা করে গোয়েন্দা সংস্থাগুলো। হামলায় হাফিজ সাঈদসহ অন্তত ৩১ জঙ্গি নিহত হয়।
হাফিজ সাঈদের নিহত হওয়ার খবরে অবশ্য কোনো প্রতিক্রিয়া দেয়নি আইএস।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
এইচএ/