ঢাকা: চীনের উত্তরাঞ্চলের হেবেই প্রদেশের একটি আতশবাজির গুদামে বিস্ফোরণের ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
রোববার হেবেই প্রদেশের নিনজিং কাউন্টির ওই আতশবাজির গুদামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
চীনের তথ্য বিভাগের বরাত দিয়ে সোমবার (১৩ জুলাই) বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।
বিস্ফোরণের ফলে আতশবাজির গুদামটির ছাদ উড়ে যায় এবং পাশ্ববর্তী বিভিন্ন ভবনের কাচের সব জানালা ভেঙে যায়।
নিনজিং কাউন্টির মুখপাত্র জানান, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
আতশবাজি উৎপাদনে শীর্ষে রয়েছে চীন। দেশটির নববর্ষ উদযাপনে আতশবাজি খুব জনপ্রিয় উপকরণ হিসেবে বিবেচিত হয়।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এসইউ