ঢাকা: রাশিয়ান একটি সেনা ব্যারাকে ভবন ধসের ঘটনায় অন্তত ২৩ সেনা নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৫ জন।
রোববার (১২ জুলাই) দিনগত রাতে সাইবেরীয় শহর ওমস্কের কাছে একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রাশিয়ান কর্তৃপক্ষ।
এখন পর্যন্ত ১৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা গেছে বলে জানিয়েছে রাশিয়ান সেনাবাহিনী। সেনা ব্যারাকটিতে তিন শতাধিক সেনা প্যারাট্রুপিংয়ের প্রশিক্ষণ নিচ্ছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, এক বছর আগে ভবনটির সংস্কার কাজ শুরু হয়। নিন্মমানের কাজের জন্যই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ান সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছ, ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। উদ্ধার ১৯ জনের মধ্যে গুরুতর আহতদের মস্কো পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।
আহতদের একজন সাংবাদিকদের জানিয়েছেন, সেনারা দিনের কাজ শেষে ঘুমাতে যাচ্ছিলো। ঠিক এমন সময় ধসে পড়ে ভবনটি।
ভবন ধসে হতাহতের ঘটনায় রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গভীর দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে সংশ্লিষ্ট পরিবারগুলোর প্রতি সমাবেদনা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
আরএইচ