ঢাকা: আফগানিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৬ পুলিশ নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) দেশটির পশ্চিমাঞ্চলের শহর হেরাটে ঈদুল ফিতরের প্রথম দিনে বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র আবদুল রৌফ আহমাদি বার্তা সংস্থা এএফপিকে জানান, বোমায় পুলিশকে বহনকারী গাড়িটিতে আগুন ধরে যায়।
আহমাদি বলেন, সন্ত্রাসীদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৬ পুলিশ সদস্য নিহত ও ৩ জন আহত হন।
তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউই স্বীকার করেনি। তবে বিদেশি ও আফগান সেনাদের সঙ্গে লড়াইয়ে তালেবান এ ধরণের হামলা চালিয়ে থাকে।
পাকিস্তানে অনুষ্ঠিত আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনাকে তালেবান নেতা মোল্লা ওমরের সমর্থন জানানোর দুই দিনের মাথায় এ হামলা চালানো হলো।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৫
কেএইচ/