ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথম প্রেসিডেন্ট হিসেবে ওবামার কারাগার পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৫
প্রথম প্রেসিডেন্ট হিসেবে ওবামার কারাগার পরিদর্শন ছবি : সংগৃহীত

ঢাকা: প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কারাগার পরিদর্শন করেছেন বারাক ওবামা। এসময় তিনি কয়েকজন কারা কর্মকর্তা ও মাদক অপরাধীর সঙ্গে কথা বলেন।



 বৃহস্পতিবার (১৬ জলাই) ওকালহোমা শহরের পুরুষদের একটি কারাগার পরিদর্শনে গিয়ে তিনি বিচার ব্যবস্থায় পরিবর্তন আনার কথা বলেন।

সাংবাদিকদের ওবামা বলেন, ১৯৮০ সাল থেকে আমাদের বিচার ব্যবস্থায় ‘বড় ধরণের ফাঁক’ রয়ে গেছে। এর প্রাথমিক কারণ মার্কিন মাদক আইন।

অপরাধ নিয়ন্ত্রণে এর চেয়ে ভালো পন্থা আমাদের খুঁজে বের করতে হবে-যোগ করেন ওবামা।

আরো স্বচ্ছ বিচার ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ওবামা বলেন, বিচার ব্যবস্থায় সামান্য ভুল করা তরুণ ও ভয়ংকর অপরাধীদের মধ্যে পার্থক্য থাকা উচিত।

ওবামার কারাগার পরিদর্শন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কারণ কারাগারে দেখতে যাওয়ার আগে ওবামার নিরাপত্তা নিয়ে কথাবার্তা হচ্ছিল।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জোশ আর্নেস্ট বলেন, ওবামার নিরাপত্তায় ‘বিরল পদক্ষেপ’ নেয় কারা কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।