ঢাকা: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের দু’টি শহরে অন্তত ৩০০টি রকেট ও মর্টার শেল হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এতে কমপক্ষে সাতজন নিহত ও বেশ ক’জন আহত হয়েছে।
সরকারের ঘাঁটি বলে পরিচিত ফোয়া ও কাফ্রায়া শহরের বিভিন্ন এলাকায় সোমবার (২০ জুলাই) রাতে এ রকেট ও মর্টার শেল হামলা চালানো হয়। সরকারি বাহিনীকে হটাতে সুন্নি সম্প্রদায়পন্থি বিদ্রোহীদের সাম্প্রতিককালের সবচেয়ে বড় এ হামলা প্রায় আট ঘণ্টা স্থায়ী হয়।
দেশটিতে দায়িত্বরত মানবাধিকার পর্যবেক্ষকদের বরাত দিয়ে মঙ্গলবার (২১ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
পর্যবেক্ষক সংস্থাগুলো জানায়, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের হাতে যে ক’টি শহরের নিয়ন্ত্রণ রয়েছে, তার মধ্যে শিয়া অধ্যুষিত এ শহর দু’টিও রয়েছে। বিদ্রোহীদের এ হামলা সরকারকে বড় ধরনের ধাক্কা দিয়েছে বলে মনে করা হচ্ছে।
ইদলিব প্রদেশের অন্য বেশ কিছু শহর বিদ্রোহীরা দখলে নিলেও এ শহর দু’টি এখনও সরকারের নিয়ন্ত্রণেই রয়েছে বলে দাবি করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
এইচএ/