ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে সাময়িক ব্লক থেকে সচল হচ্ছে টুইটার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
তুরস্কে সাময়িক ব্লক থেকে সচল হচ্ছে টুইটার ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলেও আবার সচল হচ্ছে। দক্ষিণাঞ্চলীয় শহর সুরুকে প্রাণঘাতী বোমা হামলার ছবি প্রকাশ করায় মাধ্যমটি ব্লক করে দেওয়া হয়েছিল, তবে সেসব ছবি টুইটার কর্তৃপক্ষ সরিয়ে ফেলায় এখন আবার সচল করে দেওয়া হচ্ছে।



বোমা হামলার ছবি প্রকাশের দায়ে বুধবার (২২ জুলাই) স্থানীয় আদালত টুইটার ব্লক করে দেওয়ার ‍আদেশ দিলে কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয়। পরে কর্তৃপক্ষ টুইটার থেকে বীভৎস ছবিগুলো সরিয়ে নিলে তা আবার সচল করার পদক্ষেপ নেওয়া হয়।

তবে, এ সাময়িক নিষেধাজ্ঞার খড়গে পড়তে হয়নি ফেসবুক-ইউটিউবসহ অন্য কোনো সামাজিক মাধ্যমকে।

গত সোমবার (২০ জুলাই) সকালে সিরিয়ার সীমান্তবর্তী সুরুক শহরের প্রসিদ্ধ ‘আমারা সংস্কৃতি কেন্দ্রে’র (আমার‍া কালচারাল সেন্টার) বাগানে আত্মঘাতী হামলা চালায় ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। হামলায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়, এদের বেশিরভাগই একটি বামপন্থি যুব সংগঠনের নেতাকর্মী ছিলেন। তুরস্কে সাম্প্রতিককালে এতো বড় ধরনের হামলার ঘটনা আর ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।