ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৪ কোটি টাকা ঘুষ প্রদানকালে চীনা ব্যবসায়ী আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
৪ কোটি টাকা ঘুষ প্রদানকালে চীনা ব্যবসায়ী আটক ছবি: সংগৃহীত

ঢাকা: তাজিকিস্তানে রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী সংস্থার এক কর্মকর্তাকে ৩ কোটি ৭৩ লাখ টাকা (৪ লাখ ৮০ হাজার ডলার) ঘুষ দেওয়ার চেষ্টাকালে এক চীনা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

তাজিক সরকারের বরাত দিয়ে বুধবার (২২ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

ওই ব্যবসায়ীর সঙ্গে ঘুষের মধ্যস্থতাকারীকেও আটক করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, তাজিকিস্তানে সাদারায়ে নামে একটি কোম্পানির প্রধান ওই চীনা ব্যবসায়ী। গত তিন বছর ধরে তার প্রতিষ্ঠানের আয়-ব্যয় নিরীক্ষা (অডিট) করেন রাষ্ট্রীয় অর্থ নিয়ন্ত্রণ ও দুর্নীতিবিরোধী সংস্থার (এএসএফসিসিসি) এক কর্মকর্তা।

সম্প্রতি সাদরায়ে কোম্পানির হিসাব-নিকাশে গড়মিল দেখা গেলে তা ধামাচাপা দিতে ওই কর্মকর্তাকে ৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব করেন এ ব্যবসায়ী। কৌশলে মঙ্গলবার (২১ জুলাই) তাকে আটক করে নিরাপত্তা বাহিনী।

আটক দুই জনের বিরুদ্ধেই তদন্ত শুরু হয়েছে। তদন্ত চলছে ঘুষ প্রদান চেষ্টার ঘটনারও। এ বিষয়ে চীন সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।