ঢাকা: নাইজেরিয়ায় দু’টি বাস স্টেশনে বোমা হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। হামলায় অন্তত আরো ৬০ জন আহত হয়েছেন।
দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় গোম্বি এলাকায় বুধবার (২২ জুলাই) এ হামলার ঘটনা ঘটে। এর মধ্যে একটি আত্মঘাতী বলছে সংবাদমাধ্যম।
এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার না করলেও নাইজেরিয়ায় এ ধরনের হামলার জন্য দেশটির জঙ্গি সংগঠন বোকো হারামকে দায়ী করা হয়।
প্রত্যক্ষদর্শীর বরাতে সংবাদমাধ্যম জানায়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে প্রথম হামলার ঘটনা ঘটে। দাদিন কাওয়া মোটর পার্ক এলাকায় আত্মঘাতী ওই হামলার কিছুক্ষণের মধ্যেই একটু দূরে আরেকটি বোমা বিস্ফোরণ শুনতে পাওয়া যায়।
এরপর দাদিন কাওয়া মোটর পার্ক সংলগ্ন দুকো বাস স্টেশনে পরপর দু’টি বোমা হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে।
এর আগে বুধবার সকালে আত্মঘাতী বোমা হামলায় পাশ্ববর্তী ক্যামেরুনে ১১ জনের প্রাণহানি হয়।
গত সপ্তাহে নাইজেরিয়ার গোম্বি এলাকায় একটি বাজারে বোমা বিস্ফোরণে ৪৯ জনের প্রাণহানি হয়। হামলার সঙ্গে জঙ্গি সংগঠন বোকো হারাম জড়িত বলে জানায় সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
জেডএস/