ঢাকা: ভ্রমণকারণকারীদের জন্য একটি দুঃসংবাদ বটে! ইউরোপ ভ্রমণে অপরিহার্য দেশ স্পেনে এবার ‘রেড অ্যালার্ট’। শিল্প-সাহিত্য-সংস্কৃতি-ঐতিহ্যের এ দেশটি পর্যটক বিড়ম্বনা কেলেঙ্কারিতে সবার চেয়ে এগিয়ে! সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি চালানো জরিপে উঠে এসেছে, ব্রিটিশরা যখন ছুটি কাটাতে দেশের বাইরে যায় তখন তাদের পছন্দের প্রথম দিকে থাকে স্পেন। মানি.কো.ইউকে নামের একটি সাইট ২ হাজার ব্রিটিশ পর্যটকের উপর এ জরিপ চালায়, যারা বিগত ১২ মাসে ইউরোপ ভ্রমণ করেছেন।
তদের প্রত্যেকের কাছে জিজ্ঞেস করা হয় তারা ভ্রমণে গিয়ে কোথায় কি ধরনের সমস্যায় পড়েছেন।
এতে উঠে আসা কেলেঙ্কারির মধ্যে পকেটমারি, রাস্তায় সংগঠিত অপরাধ, লুকানো ট্যুরিস্ট ট্যাক্স এবং অতিরিক্ত ট্যাক্সি ভাড়া ছিলো মোটামুটি কমন।
এর মধ্যে ১৫ শতাংশ বলেছেন তারা ফ্রান্সে গিয়ে বিড়ম্বনার শিকার হয়েছেন, ইতালির কথা বলেছেন ১০ শতাংশ। ৩৭ শতাংশ ট্যুরিস্ট বলেছেন অতিরিক্ত ট্যাক্সি ভাড়ার কথা। পকেটমারি ২৩ শতাংশ।
পর্যটকরা স্পেনে গিয়ে বিড়ম্বনার শিকার হয়েছেন ২১.৫ শতাংশ, এছাড়া তুরস্ক ৮.৪, অস্ট্রিয়া ৮.১, গ্রিস ৭.৫, বেলজিয়াম ৭, যুক্তরাজ্য ৫.৪, আর্মেনিয়া ৪.৪ এবং সাইপ্রাস ৪.৪ শতাংশ।
বাংলাদেশ সময়: ০৫৪১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এএ