ঢাকা: কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস তার দেশের মার্কসবাদী ফার্ক গেরিলাদের ওপর বিমান হামলা স্থগিত করার নির্দেশ দিয়েছেন। গেরিলাদের সঙ্গে বন্ধ হয়ে আবার শুরু হওয়া আলোচনাকে এগিয়ে নিতেই তিনি এ নির্দেশ দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
শনিবার (২৫ জুলাই) দেশের উত্তরাঞ্চলীয় শহর কার্তাগেনায় নৌবাহিনীর একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সান্তোস বলেন, আমি এ গোষ্ঠীর (ফার্ক) সদস্যদের আস্তানায় বোমা হামলা বন্ধের নির্দেশ দিয়েছে। আমরা সংঘাত কমাতে রাজি আছি। এটার কী অর্থ? প্রাণক্ষয় ও যন্ত্রণা কমানো।
ফার্ক গেরিলারা যদি দেশ ও জাতির অকল্যাণ না করে তবে এ স্থগিতাদেশ তিনি আরও লম্বা করতে প্রস্তুত বলেও জানিয়ে দেন।
সংবাদমাধ্যম বলছে, ময়দানে যুদ্ধ ও আলোচনার টেবিলে স্থবিরতার মাস কয়েক পর দু’দিন আগে কলম্বিয়ান সরকার ও গেরিলাদের মধ্যে আবারও আলোচনা শুরু হয়। আলোচনা শুরুর দু’দিন পরই ফার্কের ওপর বিমান হামলা স্থগিতের নির্দেশ দিলেন প্রেসিডেন্ট। তার এ স্থগিতাদেশের প্রশংসা করছেন স্থানীয় সামরিক বিশ্লেষকরা।
অর্ধশতকেরও বেশি সময় ধরে চলমান সংঘাত বন্ধে ২০১২ সালের নভেম্বর থেকে লাতিন আমেরিকার দেশটির সরকার ও ফার্ক গেরিলাদের মধ্যে আলোচনা চলছে। কিন্তু মাঝেমধ্যেই আলোচনার শর্ত লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগে তা বন্ধ হয়েছে। দু’পক্ষের মধ্যকার সমঝোতায় এখন আবার আলোচনা চলছে।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এইচএ