ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

প্যারিস হামলার ‘মূল হোতা’ শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
প্যারিস হামলার ‘মূল হোতা’ শনাক্ত ছবি: সংগৃহীত

ঢাকা: প্যারিসে বর্বরোচিত সন্ত্রাসী হামলার সন্দেহভাজন মূল হোতাকে শনাক্ত করেছে ফ্রান্সের পুলিশ। হামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তার নাম আবেদলহামিদ আবাউদ (২৭)।

তিনি বেলজিয়ামের নাগরিক।

তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার (১৬ নভেম্বর) ফরাসি সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

কর্মকর্তারা বলেন, আবাউদ সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ জল্লাদ (মৃত্যুদণ্ড কার্যকরকারী) ছিলেন। তার বাড়ি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের উপকণ্ঠ মোলেনবিকে। এই এলাকারই বাসিন্দা আরেক হামলাকারী সালাহ আবদেসলাম।

কর্মকর্তারা আরও বলেন, মোলেনবিকের একজন মুদি ব্যবসায়ীর ছেলে আবাউদ প্যারিস হামলার অর্থায়ন ও সংগঠিত করার কাজ করেছেন।

১৩ নভেম্বর রাতে প্যারিসের বিভিন্ন এলাকায় হামলা চালায় সন্ত্রাসীরা। এসব ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩২ জন নিহত হয়েছে। এছাড়া, আহত হয়েছে ৩৬২ জন। এদের মধ্যে ৯৯ জনের অবস্থা গুরুতর।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এইচএ/

** প্যারিস, পাশে রয়েছি বন্ধু
** প্যারিসে সন্ত্রাসীদের ব্যবহৃত গাড়িতে ‘কিছুসংখ্যক’ একে-৪৭
** প্যারিসের প্রথম হামলাকারী চিহ্নিত
** সব জায়গায় রক্ত আর মাংসপিণ্ডের ছড়াছড়ি
** ফরাসি হামলাকারীর বাবা-ভাই পুলিশি হেফাজতে
** তিন প্রশিক্ষিত জঙ্গি দলের সমন্বয়ে প্যারিসে হামলা
** প্যারিস হামলায় হতাহতে শেখ হাসিনার নিন্দা ও শোক
** বাংলাদেশিদের তথ্য জানতে দূতাবাসে হটলাইন
** হামলার শঙ্কায় বন্ধ লুভর-আইফেল টাওয়ার
** শীর্ষ টার্গেটেই থাকবে ফ্রান্স, হুমকি আইএসের
** প্যারিস ভ্রমণে সতর্কতা বেলজিয়ামের
** প্যারিসের বোমাবাজের মরদেহে সিরিয়ান পাসপোর্ট
** প্যারিস হামলার পর ভারতে সর্বোচ্চ সতর্কতা

** প্যারিস হামলায় আইএস জড়িত, এটা যুদ্ধের শামিল
** প্যারিস ভ্রমণে সতর্কতা বেলজিয়ামের
** প্যারিস হামলায় আইএসের দায় স্বীকার
** ফ্রান্সে ৩ দিনের শোক ঘোষণা
** খেলার মধ্যেই কাঁপলো ‘স্টাদে দ্য ফ্রান্স’ (ভিডিও)
** নিহত আট হামলাকারীর সাতজনই ছিলো আত্মঘাতী
** প্যারিস হতাহতে বাংলাদেশি থাকার খবর নেই
** থিয়েটার হলে জিম্মিদের একে একে জবাই করে জঙ্গিরা
** সন্ত্রাসী হামলায় রক্তাক্ত প্যারিস
** জরুরি অবস্থা জারি, সীমান্ত বন্ধ প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৫৩ জনের মৃত্যু
** ফ্রান্সে জরুরি অবস্থা জারি, সীমান্ত বন্ধ
** বাতাক্লঁয়ে হামলাকারীদের একজন ফরাসি নাগরিক
** প্যারিসে হামলায় ওবামার নিন্দা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।