ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

যে হোটেলে ছিলেন প্যারিস হামলাকারীরা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
যে হোটেলে ছিলেন প্যারিস হামলাকারীরা! ছবি: সংগৃহীত

ঢাকা: প্যারিসে হামলায় অংশ নেওয়া হামলাকারীরা কয়েকদিন আগে থেকেই আশপাশের হোটেলে অবস্থান করছিলেন। তারা হোটেলের দু’টি কক্ষ ভাড়া নিয়েছিলেন।

ফরাসি পুলিশ সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যম জানায়, হামলায় অংশ নেওয়া এক হামলাকারীর ক্রেডিট কার্ড থেকে এ তথ্য জানা গেছে। আত্মঘাতী হামলায় সাত হামলাকারী নিহত হলেও ক্রেডিটকার্ডধারী সালাহ আব্দেসলাম (২৬) নামে ওই হামলাকারী বর্তমানে কোথায় সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

পুলিশ সূত্র জানায়, প্যারিসের দক্ষিণ-পূর্বের আলফর্টভাইল নামে একটি অ্যাপার্টমেন্ট হোটেলের দু’টি কক্ষ ১২ নভেম্বর ভাড়া নেওয়া হয় এক সপ্তাহের জন্য। তবে কক্ষ দু’টিতে কারা অবস্থান করেছিলেন সে বিষয়ে জানতে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে।

এ বিষয়ে পাশের কক্ষে অবস্থানকারী এক নারী জানান, শনিবার (১৪ নভেম্বর) রাতে পুলিশ কক্ষগুলোর দরজা নেড়েছিল, এমনটি শুনেছিলাম। এ সময় পুলিশ ওই নারীকে দু’জনের ছবি দেখালেও তিনি তাদেরকে চিনতে পারেননি।

এছাড়া রোববার (১৫ নভেম্বর) রাতে পুলিশ আরেকটি ‍ অ্যাপার্টমেন্টে তল্লাশি চালায়, যেখানে আত্মঘাতী হামলাকারী আব্দেসলামের ভাই ব্রাহিম অবস্থান করেছিলেন। ১০ নভেম্বর তিনি ‍ অ্যাপার্টমেন্টটি ভাড়া নেন বলেও জানিয়েছে পুলিশ সূত্র।

এদিকে, ভিডিও চিত্রের তথ্য উল্লেখ করে ফরাসি নিরাপত্তা সূত্র বলছে, এ ঘটনায় আরো এক হামলাকারীর (নবম) জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় দিনগত রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে বাতাক্লঁ থিয়েটার হলে ও স্তেদে দ্য ফ্রান্স স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হামলা চালায় সন্ত্রাসীরা। এছাড়া সেন্ট ডেনিসেও হামলা চালায় বন্দুকধারীরা। এতে সবশেষ ১২৯ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আহত ৩৬২ জনের মধ্যে ৯৯ জনের অবস্থা গুরুতর।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।