ঢাকা: ফ্রান্সে সেমেটিক বিরোধী বা মুসলিম বিরোধী কোনো তৎপরতা প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।
বুধবার (১৮ নভেম্বর) দেশব্যাপী দায়িত্বরত মেয়রদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।
প্যারিস হামলার মূল হোতা আব্দেলহামিদ আবাউদকে (২৭) ধরতে সেন্ট ডেনিসে ফরাসি নিরাপত্তা বাহিনীর সদস্যদের অভিযান পরিচালনাকালেরই কোনো এক সময় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
ফরাসি বাহিনীর ওই অভিযানে দুই জঙ্গি নিহত ও সাতজনকে আটক করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত বা আটকদের মধ্যে আব্দেলহামিদ আবাউদ আছেন কি না, তা শনাক্তের চেষ্টা করছিল কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
আরএইচ