ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস সমর্থিত ১০ হাজার টুইটার অ্যাকাউন্ট-ওয়েবসাইট নিষ্ক্রিয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আইএস সমর্থিত ১০ হাজার টুইটার অ্যাকাউন্ট-ওয়েবসাইট নিষ্ক্রিয়

ঢাকা: সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ১০ হাজারেরও বেশী ইসলামিক স্টেট (আইএস) সমর্থিত টুইটার অ্যাকাউন্ট ও ওয়েবসাইট নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি করেছে হ্যাকিং গ্রুপ অ্যানোনিমাস।

আইএস সমর্থকরা সাধারণত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দলের প্রচারণা চালান।

বিশেষজ্ঞদের মত, আগ্রহীদের বড় একটি অংশ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে এ জঙ্গি সংগঠনে যুক্ত হন।

গত শুক্রবার (১৩ নভেম্বর) প্যারিসে আইএস’র হামলার পর বিভিন্ন হ্যাকিং গ্রুপ আইএস’র বিরুদ্ধে সাইবার যুদ্ধ ঘোষণা করে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোস্ট সিকিউরিটি গ্রুপ প্রধান বলেন, আমরা অনলাইন গোয়েন্দা হিসেবে কাজ করছি। ১০ হাজারেরও বেশি টুইটার অ্যাকাউন্ট-ওয়েবসাইট নিষ্ক্রিয় করতে পেরেছি। জঙ্গি তৎপরতা দমনে ডার্ক ওয়েব থেকেও তথ্য সংগ্রহ করছি আমরা।

ইতোমধ্যে প্রাপ্ত তথ্য কংগ্রেসনাল টেররিজম অ্যাডভাইজার মাইকেল এস স্মিথের মাধ্যমে এফবিআই বরাবর পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।