ঢাকা: কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে মার্কিন অভিযানে তার দেশও অংশ নেবে। এ অভিযানে কানাডাও শক্ত অবস্থানে থাকবে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান ট্রুডো। চলতি মাসে প্রধানমন্ত্রীর আসনে বসার পর এটাই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
এ সময় ট্রুডো বলেন, আইএস মোকাবেলায় কানাডা তার প্রতিশ্রুতির চেয়েও ‘বেশি কিছু’ করার চেষ্টা করবে।
এর আগে কানাডার নবনির্বাচিত এই প্রধানমন্ত্রী ইরাকে আরও সামরিক প্রশিক্ষক পাঠানোর ঘোষণা দেন।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫/আপডেট: ১৫১৭ ঘণ্টা
আরএইচ