ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

মায়ানমারে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
মায়ানমারে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯০ ছবি : সংগৃহীত

ঢাকা: মায়ানমারের উত্তরাঞ্চলে ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ জনে গিয়ে দাঁড়িয়েছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে।



স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) বিকেলে কাচিন প্রদেশের হ্পাকান্ত এলাকায় একটি জেড খনির কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মায়নামার কর্তৃপক্ষ।

এর আগে কাচিন প্রদেশের স্থানীয় কমিউনিটি নেতা ও ব্যবসায়ী লামাই গুম জা জানিয়েছেন, ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। পার্বত্য এই এলাকার ওই খনিতে অনেকেই নিখোঁজ রয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫/আপডেট: ১২০২ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।