ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে বিদ্রোহী হামলায় ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
কাশ্মীরে বিদ্রোহী হামলায় ভারতীয় সেনা নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: কাশ্মীরে বিদ্রোহী হামলায় মারা গেছে এক ভারতীয় সেনা। বুধবার কাশ্মীরের তাংধর সেক্টরে সেনা ছাউনিতে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা।



সেনাবাহিনীর সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম জানায় স্থানীয় সময় বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে তাংধর সেক্টরের সেনা ছাউনিতে হামলা চালায় বিদ্রোহীরা। এ সময় মারা যায় এক সেনা। এছাড়া তাদের ছোঁড়া গ্রেনেডে সেনা ছাউনির জ্বালানি তেলের ডিপোয় আগুন ধরে যায়। তবে সেনা সদস্যরা দ্রুত ছাউনি থেকে বেরিয়ে পাল্টা আক্রমণ করলে পালিয়ে যায় বিদ্রোহীরা।

বিদ্রোহীরা যেন নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের দিকে পালাতে না পারে, সেজন্য সীমান্তে কড়া নজরদারি শুরু করেছে ভারতীয় বাহিনী। গোটা তাংধরে বিদ্রোহীদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।