ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

প্যারিস হামলার পর ফ্রান্সে ঢুকতে পারেনি হাজার প্রার্থী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
প্যারিস হামলার পর ফ্রান্সে ঢুকতে পারেনি হাজার প্রার্থী ছবি: সংগৃহীত

ঢাকা: প্যারিস হামলার পর থেকে এ পর্যন্ত প্রায় এক হাজার জনকে ফ্রান্সে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। দেশবাসীর সুরক্ষা ও জলবায়ু সম্মেলনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতেই এমনটা করা হয়েছে বলে জানিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনুয়েভে।



শনিবার (২৮ নভেম্বর) ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর স্ট্রসবোর্গ সফরের সময় তিনি এসব তথ্য জানান।

গত ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে ও এর আশেপাশের ছয়টি পৃথক স্থানে হামলা চালায় জঙ্গিরা। এসব হামলায় ১৩০ জন নিহত ও সাড়ে তিন শতাধিক আহত হন। হামলার পরদিন এর দায় স্বীকার করে নেয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

প্যারিস হামলার পরপরই দেশের সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে উল্লেখ করে বার্নার্ড কাজেনুয়েভে বলেন, নিরাপত্তা ঝুঁকির কারণেই ওই প্রার্থীদের ফ্রান্সে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

সীমান্তে ১৫ হাজার পুলিশ, সশস্ত্র পুলিশ ও ছদ্মবেশী গোয়েন্দা নিয়োগ করা হয়েছে বলেও এসময় তিনি জানান।

তিনি বলেন, সোমবার (৩০ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া জলবায়ু সম্মেলনে নিরাপত্তা নিশ্চিত ও সন্ত্রাসী হামলার হুমকিতে থাকা ফ্রান্সে স্বাভাবিক জীবনধারা ফিরিয়ে আনাই এ কড়াকড়ির উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।