ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় গুলিতে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
ক্যালিফোর্নিয়ায় গুলিতে নিহত ১২ ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সক্রিয় বন্দুকধারীর গুলিতে ১২ জন নিহত হয়েছে বলে জানা গেছে। তবে এ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।



বুধবার (২ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে ক্যালিফোর্নিয়ার স্যানবার্নারডিনোতে একটি আন্তদেশীয় আঞ্চলিক কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়েছে, একজন বা তিনজন সক্রিয় বন্দুকধারী এলোপাতারি গুলি চালায়। এতে অন্তত ১২ জন নিহত হয়।

তবে আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, গুলিতে হতাহত হয়েছেন অন্তত ২০ জন।

প্রতিবন্ধীদের ‌উন্নয়নে কাজ করা ওই প্রতিষ্ঠানে অন্তত ৬৭০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তবে ঘটনার সময় কতজন ভেতরে ছিলেন ‍তা জানা যায়নি।

এদিকে, স্যানবার্নারডিনো পুলিশের এক মুখপাত্র ‍জানিয়েছেন, পুলিশ ওই ভবনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। তবে কতজন আহত হয়েছে তা জানাতে পারেননি তিনি।

** ভবনে আটকা পড়েছে অনেকে

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫/আপডেট: ০২৫০ ঘণ্টা  
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।