ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

আইএস নির্মূল

অনুমোদনের ৫৭ মিনিটের মাথায় সিরিয়ায় হামলা যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
অনুমোদনের ৫৭ মিনিটের মাথায় সিরিয়ায় হামলা যুক্তরাজ্যের ছবি: সংগৃহীত

ঢাকা: জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নির্মূলে এবার যোগ দিলো যুক্তরাজ্য। দেশটির পার্লামেন্টে সিরিয়ায় আইএসবিরোধী অভিযানের ব্যাপারে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রস্তাব অনুমোদন পাওয়ার ৫৭ মিনিটের মাথায় এ হামলা চালানো হয়।



প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, রয়্যাল এয়ারফোর্সের (আরএএফ) চারটি টর্নেডো জেট বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকালে সিরিয়ায় আইএসের স্থাপনাগুলোয় সফল হামলা চালিয়ে ফিরে এসেছে। শিগগিরই আরো ছয়টি টাইফুন জেট হামলায় অংশ নেবে।

এদিকে, আইএস নির্মূল অভিযানে যুক্তরাজ্যের যোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

এর আগে স্থানীয় সময় বুধবার (২ ডিসেম্বর) পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে আইএসের ওপর হামলার অনুমোদন দেয় যুক্তরাজ্যের পার্লামেন্ট। এ বিষয়ে আনিত প্রস্তাবটি ৩২৭-২২৩ ভোটে পাস হয়।

প্রস্তাবটি নিয়ে বিরোধী দল লেবার পার্টির সঙ্গে প্রায় ১০ ঘণ্টা বির্তক হয় সরকারি দলের সদস্যদের।

নিজ দেশের নিরাপত্তা রক্ষার্থে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পার্লামেন্টে এ বিতর্ক ও ভোটাভুটির আয়োজন করেন।

তবে সিরিয়ায় আইএসের ওপর হামলা চালাতে বৃহস্পতিবারই তার দেশের বিমান মোতায়েন করা হবে, এমন ইঙ্গিত দিয়েছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।