ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অতিবৃষ্টিতে যুক্তরাজ্যে বন্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
অতিবৃষ্টিতে যুক্তরাজ্যে বন্যা ছবি: সংগৃহীত

ঢাকা: টানা বৃষ্টিপাতে যুক্তরাজ্যের উত্তর ইংল্যান্ডে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

এ ঘটনায় ল্যানকাশায়ার ও ইওর্কশায়ার থেকে প্রায় সাড়ে তিন হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।



রোববার (২৭ ডিসেম্বর) স্থ‍ানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, ম্যানচেস্টার ও লিডসের আশপাশের নদীগুলো ক্রমশ অশান্ত হয়ে উঠছে। এদিকে বন্যাকবলিত অঞ্চলগুলোতে ৬ নংম্বর সতর্কতা সংকেত জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

এ পর্যন্ত ৩০টি তীব্র সতর্কতা সংকেতসহ ১০০টি সতর্কতা সংকেত জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী ডেভিড কামেরন এক টুইটার বার্তায় বলেছেন, বন্যায় আক্রান্ত মানুষদের সহায়তায় যথাযথভাবে কাজ  করে যাচ্ছে তার সরকার।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।