ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

হামলার শঙ্কায় বেলজিয়ামে নববর্ষে আতশবাজি নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
হামলার শঙ্কায় বেলজিয়ামে নববর্ষে আতশবাজি নিষিদ্ধ ছবি: সংগৃহীত

ঢাকা: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসী হামলার আশঙ্কায় ইংরেজি পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানোর রাত থার্টিফার্স্টে আতশবাজি নিষিদ্ধ করেছে দেশটির সরকার।

গোয়েন্দাদের দেওয়া ‘সতর্কবার্তার’ প্রেক্ষিতে বেলজিয়ান প্রধানমন্ত্রী চার্লস মিচেল এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।

তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এ খবর দিয়েছে।

উৎসবের এ সময়ে হামলা চক্রান্তকারী সন্দেহে চলতি সপ্তাহের শুরুতে দুইজনকে আটক করে স্থানীয় পুলিশ। গত ১৩ নভেম্বর প্যারিসে বর্বরোচিত সন্ত্রাসী হামলার পর থেকে সর্বোচ্চ সতর্কাবস্থানে বেলজিয়ামের নিরাপত্তা বাহিনী। প্যারিসের ওই হামলায় জড়িতদের অনেকে বেলজিয়ামে বসবাস করতো বলে মনে করা হয়।

ব্রাসেলসের মেয়র ইভান মায়োর রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিবিএফকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করে আমরা এই বৃহস্পতিবার (থার্টিফাস্ট নাইট) উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছি।

গত বছর লাখোধিক মানুষ ব্রাসেলসে আশতাবাজি ফাটিয়ে নতুন বছরকে স্বাগত জানায় উল্লেখ করে মেয়র বলেন, এই অবস্থায় আসলে সবাইকে তল্লাশি করা সম্ভব নয়। এজন্যই এ কড়া সিদ্ধান্ত নিতে হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।