ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জঙ্গিদের বেতন কমিয়ে অর্ধেক করল আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
জঙ্গিদের বেতন কমিয়ে অর্ধেক করল আইএস

ঢাকা: যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যৌথবাহিনীর বিমান হামলা, রুশ অভিযান, তেলের অব্যাহত দরপতন ও বিশ্ব অর্থনীতিতে মন্দার প্রভাব পড়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ওপর। আর এ কারণেই সংগঠনটির কর্মীদের বেতন ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।



সম্প্রতি রাক্কায় আইএসের অর্থ মন্ত্রণালয় ‘বায়ত আল-মাল’র একটি নতুন ডকুমেন্ট প্রকাশ হয়েছে একটি সংবাদমাধ্যমে। এতে জানানো হয়েছে, কর্মীদের বেতন অর্ধেক কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জঙ্গি সংগঠনটি। এরই মধ্যে সিরিয়ার আলেপ্পোয় অবস্থানরত জঙ্গিদের ক্ষেত্রে নতুন এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, তেল চোরাকারবারি করে বছরে ৪০০ মিলিয়ন ডলার (৩ হাজার ১৩৬ কোটি টাকা) আয় করতো আইএস। এ আয়ের একটা বড় অংশ ব্যয় হতো কর্মীদের বেতন-ভাতায়। কিন্তু তেলের দর পড়ে যাওয়াসহ আন্তর্জাতিক বাজার সীমিত হয়ে আসায় জঙ্গি সংগঠনটির আয় কমে গেছে। ফলে ব্যয় কমানোর পথেই হাঁটতে হচ্ছে তাদের।

বিশেষজ্ঞরা বলছেন, একদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উপর্যুপরি হামলায় তেল স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বিশ্ববাজারে তেলের দর পড়ে যাচ্ছে। তারওপর আয়ের অপর উৎস ‘কর’-এও ঘাটতি শুরু হয়েছে। অধিকৃত এলাকাগুলোয় হামলা, অভিযান ও পলায়নে করদাতা মানুষের সংখ্যা দিনদিনই কমে যাচ্ছে। সবমিলিয়ে অর্থজোগানে বেশ সংকটেই পড়ে গেছে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।