ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদিকে আইএসের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
নরেন্দ্র মোদিকে আইএসের হুমকি

ঢাকা: ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। শুধু তাই নয়, এক বেনামি চিঠিতে একই সঙ্গে হুমকি দেওয়া হয়েছে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পাড়িকরকেও।



মঙ্গলবার (১৯ জানুয়ারি) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ভি রেঙ্গানাথানের বরাত দিয়ে খবরটি প্রকাশিত হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে।

খবরে জানানো হয়, আইএসের স্বাক্ষরিত একটি বেনামি চিঠির ব্যাপারে তদন্ত শুরু করেছে গোয়া পুলিশ। স্বরাষ্ট্র ও প্রশাসনিক দফতরে পোস্টকার্ডটি আসে। এতে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে হুমকি দেওয়া হয়েছে।

বেনামি পোস্টকার্ডটিতে লেখা ছিল, ‘যেহেতু আপনারা গোমাংস খেতে দিচ্ছেন না, কাজেই আপনাদের দেখে নেওয়া হবে। ’

ভি রেঙ্গানাথান জানান, পোস্টকার্ডটি স্থানীয় কেউ পোস্ট করেছেন। এ ঘটনায় পাড়িকরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।