ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ৬.৪ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
চীনে ৬.৪ মাত্রার ভূমিকম্প ছবি: প্রতীকী

ঢাকা: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলছে কম্পনের মাত্রা ছিল ৫.৯।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১টা ১৩ মিনিটে (বাংলাদেশ সময় বুধবার রাত ১১টা ১৩ মিনিট) ভূকম্পনটি আঘাত হানে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কিংঘাই প্রদেশের মেনইউয়ান থেকে ২২ কিলোমিটার দূরে এক জনবসতিহীন এলাকায় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, এ ঘটনায় কেউ হতাহত না হলেও মেনইউয়ান ও এর আশেপাশের এলাকায় অর্ধ শতাধিক বাড়িঘরে ফাটল ধরাসহ বিভিন্ন মাত্রার ক্ষতি হয়েছে। আক্রান্ত এলাকায় সাতশ তাবু পাঠিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।