ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি জোটের হামলায় বিচারপতিসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
ইয়েমেনে সৌদি জোটের হামলায় বিচারপতিসহ নিহত ৮ ছবি: সংগৃহীত

ঢাকা: সৌদি নেতৃত্বাধীন আরব জোটের প্লেন হামলায় ইয়েমেনের রাজধানী সানায় একই পরিবারের আটজন নিহত হয়েছেন। তারা হলেন দেশটির সিনিয়র বিচারপতি এবং তার পরিবারের অন্য সাত সদস্য।



সোমবার (২৫ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, রোববার ঘটনাটি ঘটেছে।

বিচারক ইয়াহিয়া মোহাম্মদ রুবায়েদ ছাড়াও নিহত হয়েছেন তার ছেলে, পরিবারের তিন নারী সদস্য এবং তিন শিশু। এই হামলায় বিধ্বস্ত হয়েছে তাদের ঘর-বাড়িও।

বিচারকের ভাতিজা সম্পর্কের এক আত্মীয় আহমেদ মোহাম্মাদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সৌদি জঙ্গিপ্লেন ইয়েমেনের কেন্দ্রীয় মারিব প্রদেশে অন্তত সাত বার, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তা’য়িজে দু’বার এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে পাঁচবার বোমা বর্ষণ করেছে।

গত বছরের (২০১৫ সাল) মার্চ থেকে ইয়েমেনে প্লেন হামলা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত আট হাজারের বেশি মানুষ নিহত ও ১৬ হাজার ব্যক্তি আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।