ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

মায়ানমারে জেড খনিতে ভূমিধস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
মায়ানমারে জেড খনিতে ভূমিধস ছবি: সংগৃহীত

ঢাকা: মায়ানমারের হাপাকান্ট এলাকায় মূল্যবান জেড পাথরের খনিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনেকেই নিখোঁজ রয়েছেন।



সোমবার (২৫ জানুয়ারি) স্থানীয় সময় বিকালে মায়ানমারের কাচিন প্রদেশে অবস্থিত ওই জেড খনিতে এ ভূমিধসের ঘটনা ঘটে বলে মঙ্গলবার (২৬ জানুয়ারি) স্থানীয়দের বরাতে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

খবরে বলা হয়, কাচিন প্রদেশের সুতাং ও শান্সু গ্রামের মাঝখানে অবস্থিত খনিটির আবর্জনা সরিয়ে মুল্যবান পাথরের খণ্ড খোঁজার চেষ্টা করছিল নিখোঁজরা।
 
ভূমিধস থেকে বেঁচে যাওয়া এক শ্রমিকের বরাত দিয়ে খবরে জানানো হয়েছে, ঘটনাস্থলে প্রায় একশ শ্রমিক কাজ করছিলেন। এসময় সেখানকার তিনটি কোম্পানির আবর্জনা পাইল ধসে পড়ে। সর্বশেষ ধসে পড়ে আউং হেইন মিন কোম্পানির পাইলটি।

এদিকে, ভূমিধসে কতজন হতাহত ও নিখোঁজ রয়েছেন, তার সঠিক সংখ্যা জানাতে পারেনি মায়ানমার পুলিশ। তবে স্থানীয়রা বলছে, অনেকেই নিখোঁজ রয়েছেন এ ঘটনায়।

নিখোঁজদের সন্ধানে অনুসন্ধান ও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে দেশটির উদ্ধার কর্মী দল।

মায়ানমারের কাচিন প্রদেশে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। গত বছরের নভেম্বরে একই এলাকায় ভূমিধসে শতাধিক লোক হতাহত হন।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।