ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার রাশিয়ায় জিকা ভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এবার রাশিয়ায় জিকা ভাইরাস

ঢাকা: দিনদিন মশাবাহিত জিকা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। এবার রাশিয়ায় এক নারীর দেহে এ ভাইরাস পাওয়া গেছে।



মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

রুশ কর্তৃপক্ষ বলেছে, যে নারীর দেহে জিকা পাওয়া গেছে, সম্প্রতি তিনি ডোমিনিকান রিপাবলিক ভ্রমণ করেছেন।

এছাড়া অস্ট্রেলিয়ায় দুই অন্তঃসত্ত্বার দেহে জিকা ভাইরাস পাওয়া গেছে। ভেনিজুয়েলায় এর আক্রমণে স্নায়ুজটিলতায় প্রাণ গেছে তিনজনের।

ব্রাজিলে চার হাজারেরও বেশি নবজাতক মাইক্রোসেফালি রোগে আক্রান্ত বলে ধরা পড়েছে। অপরিণত মস্তিষ্কের এ রোগের সঙ্গে জিকার কোনো না কোনো সম্পর্ক রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বিষয়টি এখনও প্রমাণিত নয়। এ ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, হন্ডুরাস, প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গাসহ বিশ্বের ৩০টিরও বেশি দেশে জিকার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

এদিকে, চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দ্বিতীয় জিকা আক্রান্ত রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার দেহের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে এবং ত্বকের দাগগুলোও অদৃশ্য হতে শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।