ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে ১১ আরোহী নিয়ে প্লেন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
নেপালে ১১ আরোহী নিয়ে প্লেন বিধ্বস্ত ছবি: সংগৃহীত

ঢাকা: নেপালে এয়ার কাসথামান্দপ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় প্লেনটির পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন।

তবে এর নয় যাত্রীর ভাগ্যে কি ঘটেছে, তা এখনও জানা যায়নি।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) নেপালের কালিকোট জেলায় জিগেলিতে চিলাখয়া-২ এলাকায় প্লেনটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন কালিকোটের চিফ ডিস্ট্রিক্ট অফিসার প্রদিপ শ্রেষ্ঠ।

প্লেনটির পাইলটের নাম দিনেশ নিউপানে ও কো-পাইলটের নাম সন্তোষ রানা।

প্লেনের যাত্রীদের কি পরিণতি হয়েছে, তা এখনও জানা না গেলেও তাদের নাম জানা গেছে। এরা হলেন, মেঘরাজ গিরি, গণেষ ভট্টচান, সোনালী ভট্টচান, লক্ষ্মী সুনার, গোবিন্দ ভাদুড়ি, লক্ষণ খাড়কা, ধনঞ্জয় খত্রি ও জাগাদামা খত্রি।

৯এন৮এবি প্লেনটি স্থানীয় সময় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নেপালগঞ্জ থেকে জুমলা জেলার উদ্দেশে উড্ডয়ন করে।

জুমলা ও কালিকোট থেকে নেপাল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬/আপডেট: ১৭৩০ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।