ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরণে একজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরণে একজন নিহত

ঢাকা: পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় ক্রুড বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।



শনিবার (২৭ ফেব্রুয়ারি) বীরভূমের শিবপুর গ্রামের একটি কুঁড়েঘরে এ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ওই কুঁড়েঘরটিও প্রায় পুড়ে গেছে।

জেলার সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ মুকেশ কুমার বলেন, বিস্ফোরণের পর ওই কুঁড়েঘর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতাবস্থায় উদ্ধার করা হয় আরও একজনকে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, বিস্ফোরণের পর ক্রুড বোমা বানানোর জন্য ঘরটিতে রাখা সরঞ্জামাদি ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত হয়নি।

কারা সেখানে বোমা বানাচ্ছিল সে বিষয়টিও এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
আরএইচএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।