ঢাকা: স্নায়ুযুদ্ধের সময়কার বি-৫২ এর স্থলাভিষিক্ত হতে চলা নতুন প্রজন্মের বোমারু বিমানের ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী।
সম্পূর্ণ কালো ও বাঁকা আকৃতির এ প্লেনটির ছবি শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়।
নতুন প্রজন্মের এ প্লেনটি এখনও নির্মাণাধীন। মার্কিন এয়ারফোর্স সেক্রেটারি দেবোরাহ লী জেমস বলেছেন, প্লেনটি প্রথমে ‘লং রেঞ্জ স্ট্রাইক বোম্বার’ নামে পরিচিতি পেলেও এর নাম আসলে বি-২১।
তিনি আরও বলেছেন, এই এয়ারক্রাফট আমাদের বায়ুসেনাদের ভবিষ্যৎকে উপস্থাপণ করবে। কাজেই এটি নির্মাণ প্রকল্পে তাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্লেনটি তৈরি করছে মার্কিন এরোস্পেস কোম্পানি নর্থ্রপ গ্রুম্যান। গত বছর অক্টোবর মাসে এটি তৈরির জন্য পেন্টাগন প্রতিষ্ঠানটির নাম ঘোষণা করে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১০০ বিলিয়ন ডলার (৭৯.১৪ টাকায় ডলার হিসাবে ৭ লাখ ৯১ হাজার ৪২৯ কোটি ৫০ লাখ টাকা)
নতুন প্রজন্মের এ বিমানগুলো আশির দশকে আকাশে দাপিয়ে বেড়ান বি-৫২ ও বি-১ বোমারু বিমানগুলোর স্থলাভিষিক্ত হবে বলে আশা করছে মার্কিন বিমান বাহিনী।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
আরএইচ