ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় যুদ্ধবিরতিতে ইরান-তুরস্কের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
সিরিয়ায় যুদ্ধবিরতিতে ইরান-তুরস্কের সমর্থন ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার প্রাদেশিক অখণ্ডতা রক্ষায় সেদেশে যুদ্ধবিরতি চুক্তিকে সমর্থন জানিয়েছে ইরান ও তুরস্ক।

রোববার (০৬ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বরাতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এ সমর্থনের কথা জানান।



তিনি বলেন, যুদ্ধ বন্ধে ইরান ও তুরস্কের অবস্থান নিয়ে কোনো পার্থক্য নেই। বাস্তুহারা মানুষের পাশে দাঁড়াতেও দু’দেশের অবস্থান একই থাকবে।

শুরু থেকেই তুরস্ক সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে উৎখাতে বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে। অন্যদিকে, ইরান রাশিয়ার সঙ্গে সঙ্গে শক্ত সমর্থন দিয়ে আসছে আসাদকে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।