ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সাবেক মার্কিন ফার্স্টলেডি ন্যান্সি রিগ্যানের জীবনাবসান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৭, মার্চ ৬, ২০১৬
সাবেক মার্কিন ফার্স্টলেডি ন্যান্সি রিগ্যানের জীবনাবসান

ঢাকা: সাবেক মার্কিন ফার্স্টলেডি ন্যান্সি রিগ্যান আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।



রোববার (০৬ মার্চ) তিনি লস অ্যাঞ্জেলসের বেল এয়ারে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কয়েক বছর ধরে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল।

প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সঙ্গে তার ৫২ বছরের বৈবাহিক জীবনকে আমেরিকান প্রেসিডেন্টদের ইতিহাসে সবচেয়ে সেরা ভালোবাসার সম্পর্ক বলে অভিহিত করা হতো।

১৯৮১ সালে ন্যান্সি রিগ্যান আমেরিকার ফার্স্টলেডি হন। এরপর তিনি বিপুল অর্থ ব্যায়ে হোয়াইট হাউজ সংস্কার করেন, যা ব্যাপক সমালোচিত হয়। তবে পরে তা প্রশংসা পায়।

বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।