ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক হামলার হুমকি উত্তরের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক হামলার হুমকি উত্তরের

ঢাকা: দক্ষিণ কোরিয়াকে ‘উপর্যুপরি’ পারমাণবিক হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকেও এ হুমকি দেওয়া হয়েছে।



সোমবার (০৭ মার্চ) শুরু হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া। এ মহড়াকে কেন্দ্র করেই এমন হুমকি দিল পিয়ংইয়ং।

কোরিয়ান পিপল’স আর্মির সুপ্রিম কমান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে এ ব্যাপারে বলা হয়, যদি এ মহড়া বন্ধ করা না হয়, তাহলে ওই দুই পরস্পর মিত্র দেশে উপর্যুপরি পারমাণবিক হামলা চালানো হবে।

বাংলাদেশ সময়: ০৪৫৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।