ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

এবার বিশাল জয় পেলেন মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৬, মার্চ ৭, ২০১৬
এবার বিশাল জয় পেলেন মার্কো রুবিও

ঢাকা: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার দৌড়ে থাকা রিপাবলিকান নেতা মার্কো রুবিও এবার বিশাল জয়ের দেখা পেলেন। পুয়ের্তো রিকোয় বাকি দুই শক্ত প্রতিদ্বন্দ্বি ডোনাল্ড ট্রাম্প ও টেড ক্রুজকে পেছনে ফেলেছেন তিনি।



এর আগে, গত শনিবার (০৫ মার্চ) টেড ক্রুজ বাদে বাকি প্রতিদ্বন্দ্বিদের সরে দাঁড়ানর আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। একই আহ্বান টেড ক্রুজের পক্ষ থেকেও আসে। এরই এক দিনের মাথায় জয় নিশ্চিত করলেন রুবিও।

পুয়ের্তো রিকোর এ জয় মার্কো রুবিওর প্রচারাভিযানে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ০৫৪৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।