ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ফের ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, মার্চ ৯, ২০১৬
ফের ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালাল ইরান ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে দ্বিতীয়বারের মতো ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে ইরান।  

বুধবার (০৯ মার্চ) ইরানের উত্তরাঞ্চল থেকে দেশটির দক্ষিণ-পূর্ব দিকে মিসাইল নিক্ষেপ করে পরীক্ষা চালায় দেশটির রেভল্যুশনারি গার্ডস।



এ সময় ‘কাদর এইচ’ নামের দু’টি মিসাইলের পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

এর আগে মঙ্গলবার (০৮ মার্চ) প্রথম দফায় ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালায় ইরান। পরীক্ষার পরপরই দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়, বাইরের যেকোনো হুমকি প্রতিহত করতে নিজেদের সক্ষমতার প্রদর্শন হিসেবে সামরিক মহড়া চলাকালে ইরানি আর্মড ফোর্স দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে।

চলতি বছর জানুয়ারি মাসে ইরানের মিসাইল কর্মসূচির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। গত বছর জুলাইয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে দেশটির পরমাণু চুক্তি সম্পদিত হওয়ার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরপরই নতুন এ নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন।

** ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালাল ইরান

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।