ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

স্বল্পপাল্লার ব্যালাস্টিক মিসাইল ছুড়লো উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
স্বল্পপাল্লার ব্যালাস্টিক মিসাইল ছুড়লো উ. কোরিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বশক্তিগুলোর চোখ রাঙানি উপেক্ষা করেই দু’টি স্বল্পপাল্লার ব্যালাস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া।

বৃহস্পতিবার (১০ মার্চ) দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে মিসাইল দু’টি ছোড়া হয়।

এগুলো প্রায় পাঁচশ কিলোমিটার উড়ে গিয়ে সাগরজলে আছড়ে পড়ে।

এর আগে বুধবার (০৯ মার্চ) উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং-উন দাবি করেন, তার দেশের বিজ্ঞানীরা ছোট আকৃতির পারমাণবিক বোমা তৈরিতে সক্ষম হয়েছেন। এগুলো ব্যালাস্টিক মিসাইলে স্থাপনযোগ্য।

তবে কিম জং-উনের এ দাবিকে এখনো মানতে নারাজ দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের ধারণা, গত জানুয়ারি মাসে উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার দাবি ও ফেব্রুয়ারিতে রকেট উৎক্ষেপণকে কেন্দ্র করে জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা সম্প্রতি আরো জোরদার হওয়ায়ই এভাবে ভয় দেখানোর চেষ্টা করছেন কিম।

বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, ক্ষুদ্র আকৃতির পারমাণবিক বোমা বানিয়ে তা ক্ষেপণাস্ত্রে স্থাপণ করার মতো প্রযুক্তির অধিকারী হতে উত্তর কোরিয়ার আরো অন্তত কয়েক বছর সময় লাগবে।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।