ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস সামরিক প্রধানের মৃত্যু নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, মার্চ ১৫, ২০১৬
আইএস সামরিক প্রধানের মৃত্যু নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র

ঢাকা: জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সামরিক প্রধান ওমর আল-শিশানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। ওবামা প্রশাসনের দুই কর্মকর্তার বরাত দিয়ে খবরটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।



কর্মকর্তা দু’জন জানিয়েছেন, গত সপ্তাহে মার্কিন বিমান হামলায় শিশানি গুরুতর আহত হন। পরে তিনি মারা যান।

তবে শিশানির মৃত্যুর বিষয়টি কিভাবে তারা নিশ্চিত হয়েছেন, সে ব্যাপারে কিছু জানাননি ওই দুই কর্মকর্তা।

গত সপ্তাহে সিরিয়ায় পরিচালিত মার্কিন ড্রোন ও বিমান হামলার পর প্রাথমিকভাবে ‘শিশানি মারা গেছেন’ বলে দাবি করে যুক্তরাষ্ট্র। কিন্তু পরে ওবামা প্রশাসন জানায়, ওই অভিযানে তিনি আসলে গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। শিশানির সঙ্গে ওই হামলায় নিহত হয় আরো ১২ আইএস জঙ্গি।

কর্তৃপক্ষের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত সপ্তাহে আইএস জঙ্গিদের সঙ্গে শিশানির বৈঠক চলাকালে ড্রোন ও বিমান হামলা পরিচালিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।