ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়া ত্যাগ করতে শুরু করেছে রুশ বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
সিরিয়া ত্যাগ করতে শুরু করেছে রুশ বাহিনী ছবি : সংগৃহীত

ঢাকা: সিরিয়া ত্যাগ করতে শুরু করেছে রুশ বাহিনী। এরই মধ্যে সিরিয়ার মেইমিম বিমানঘাঁটি থেকে বেশ কয়েকটি জেট নিজ দেশের উদ্দেশে উড়াল দিয়েছে।



সোমবার (১৪ মার্চ) হঠাৎ করেই সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর মঙ্গলবার (১৫ মার্চ) থেকে রুশ বাহিনী নিজ দেশে ফেরার প্রস্তুতি শুরু করে। মেইমিম বিমানঘাঁটি ত্যাগও করে কয়েকটি জেট।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরটি জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

এদিকে, রুশ বাহিনী প্রত্যাহারের ব্যাপারে পুতিনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পশ্চিমা দেশগুলো। জাতিসংঘও বিষয়টিকে স্বাগত জানিয়ে বলেছে, এর ফলে সিরিয়া শান্তি আলোচনায় একটা সমাধানের পথ আরো সুগম হলো।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
আরএইচ

** হঠাৎ সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের নির্দেশ পুতিনের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।