ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যাঙ্গোলায় হলুদ জ্বরে মৃতের সংখ্যা বেড়ে ১৫৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
অ্যাঙ্গোলায় হলুদ জ্বরে মৃতের সংখ্যা বেড়ে ১৫৮ ছবি: সংগৃহীত

ঢাকা: আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ অ্যাঙ্গোলায় হলুদ জ্বর মহামারীতে এ পর্যন্ত ১৫৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শুক্রবার (১৮ মার্চ) সংস্থাটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।



তিনি জানান, গত বছরের শেষদিকে দেশটিতে মশাবাহিত হলুদ জ্বরের প্রাদুর্ভাব দেখা দেয়। ক্রমেই এটি মহামারী আকার ধরণে করেছে।

এছাড়া, পয়ঃনিষ্কাশনে অব্যবস্থাপনা ও ময়লা আবর্জনার কারণে দেশটির রাজধানী লোয়ান্ডাসহ অন্যান্য শহরে ম্যালেরিয়া, কলেরা ও জটিল ডায়রিয়ারও প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
এএটি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।