ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বেনজির ভুট্টো বিমানবন্দরে বোমাতঙ্কে জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
পাকিস্তানে বেনজির ভুট্টো বিমানবন্দরে বোমাতঙ্কে জরুরি অবস্থা ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্কে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন।

মঙ্গলবার (২২ মার্চ) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদটি জানিয়েছে চীনা সংবাদমাধ্যম শিনহুয়া।



খবরে বলা হয়, লন্ডন থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি বেনজির ভুট্টো বিমানবন্দর কর্তৃপক্ষকে টেলিফোনে জানায়, সেখানে অবস্থানরত দু’টি প্লেনে বোমা রয়েছে। এরপরই বিমানবন্দরটিতে জরুরি অবস্থা জারি করা হয়।

এদিকে, এ ঘটনায় ওই বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ ছাড়া দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।