ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসকে অর্থ সাহায্য করায় সিডনিতে তরুণীসহ আটক ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৩, মার্চ ২৩, ২০১৬
আইএসকে অর্থ সাহায্য করায় সিডনিতে তরুণীসহ আটক ২

ঢাকা: আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) অর্থ সাহায্য করার অভিযোগে অস্ট্রেলিয়ার সিডনি থেকে এক তরুণী ও এক তরুণকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে এ তথ্য জানানো হয়।



আটক তরুণের বয়স ২০ বছর ও তরুণীর বয়স ১৩ থেকে ১৯ বছরের মধ্যে। তবে দু’জনের পরিচয় প্রকাশ করা হয়নি।

জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়নের দায়ে এই দু’জনের ২৫ বছরের জেল হতে পারে বলেও খবরে বলা হয়।

এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে সন্ত্রাসবিরোধী এক অভিযানে ওই তরুণকে আটক করা হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।