ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাসেলসে বিস্ফোরণ

বিমানবন্দরে অতিরিক্ত ২২৫ সৈন্য মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৪, মার্চ ২৩, ২০১৬
বিমানবন্দরে অতিরিক্ত ২২৫ সৈন্য মোতায়েন ছবি: সংগৃহীত

ঢাকা: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিমানবন্দর ও মেট্রোস্টেশনে হামলায় ঘটনাস্থলে অতিরিক্ত ২২৫ জন সৈন্য পাঠানো হচ্ছে।

মঙ্গলবার (২২ মার্চ) কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এমনটা জানিয়েছে।



এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার (বাংলাদেশ সময় দুপুর ১টা) দিকে ব্রাসেলসের যাভেনতেম আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরই স্থানীয় আরেকটি মেট্রোস্টেশনে বিস্ফোরণ হয়। ‍

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্স ও এসএন ব্রাসেলস এয়ারলাইন্সের চেক-ইন ডেস্কের সংলগ্ন বিস্ফোরণ দু’টির শকওয়েভ ছুটে আসে। এ ঘটনায় এ পর্যন্ত ২৩জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এদিকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য না করলেও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশব্যাপী সর্বোচ্চ ‘সন্ত্রাসী সতর্কতা’ জারি করেছে।

একই সঙ্গে ফ্লাইট ওঠা-নামাসহ সব ধরনের কার্যক্রম স্থগিত করে দিয়েছে যাভেনতাম বিমানবন্দর কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয়েছে ব্রাসেলসের সব মেট্রো স্টেশন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।