ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

‘যা আশঙ্কা করেছিলাম তাই হয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৭, মার্চ ২৩, ২০১৬
‘যা আশঙ্কা করেছিলাম তাই হয়েছে’

ঢাকা: ব্রাসেলস হামলার ঘটনার বিষয়ে বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল বলেছেন, যা আশঙ্কা করেছিলাম তাই হয়েছে। এটি আমাদের জন্য একটি ‘কালো’ অধ্যায়।

আমাদের এখন শান্ত ও সংহতি থাকা প্রয়োজন।

তিনি বলেন, আমরা ‘কালো’ হামলার স্বীকার হয়েছি। আমি জানি এ ঘটনায় অনেকে নিহত ও আহত হয়েছেন।

গত সপ্তাহে ‘প্যারিস হামলাকারী’ (সালেহ আব্দেসলাম) আটকের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা রয়েছি কিনা সে বিষয়ে কিছু বলেননি চার্লস মাইকেল।

এদিকে, ব্রাসেলস বিমানবন্দরের হামলাকে ‘আত্মঘাতী’ বলে জানিয়েছেন দেশটির প্রসিকিউটর। হামলার পর বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ঘটনার নিন্দা জানিয়েছেন।

মঙ্গলবার (২২ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টার (বাংলাদেশ সময় দুপুর ১টা) যাভেনতেম আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দফায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শেষ খবর পর্যন্ত ১৭ জন নিহত ও ৩৫ জন আহতের খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।