ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে আইএসের আত্মঘাতী হামলায় নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
ইয়েমেনে আইএসের আত্মঘাতী হামলায় নিহত ২৬

ঢাকা: ইয়েমেনের দক্ষিণাঞ্চলে বন্দরনগরী আদেনে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের পরপর তিনটি আত্মঘাতী হামলায় অন্তত ২৬ জনের প্রাণহানী হয়েছে। এছাড়া এসব ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।



শুক্রবার (২৫ মার্চ) এসব হামলার ঘটনা ঘটে বলে শনিবার (২৬ মার্চ) স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

তিন হামলার একটি আদেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বুরাইকা এলাকায় একটি মিলিটারি চেকপয়েন্টে পরিচালিত হয়। এখানে বিস্ফোরকপূর্ণ একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে হামলা পরিচালিত হয়। এ হামলায় সেনা সদস্যসহ ১৪ জন নিহত হয়েছেন। আর আদেনে সৌদি নেতৃত্বে যৌথবাহিনীর ঘাঁটির নিয়ন্ত্রণাধীন একটি চেকপয়েন্টে বাকি দুই হামলার ঘটনা ঘটে। এখানে ১২ জনের মৃত্যু হয়। তবে যৌথবাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছেন কি না, সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।

এক বিবৃতিতে আদেনের স্থানীয় সরকারের মুখপাত্র নিজার আনোয়ার বলেছেন, হামলাকারীদের মূল লক্ষ্য ছিল যৌথবাহিনীর ঘাঁটিতে আঘাত হানা। কিন্তু চেকপয়েন্টগুলোর প্রহরায় নিয়োজিত ছিলেন স্থানীয় সেনাসদস্যরা। এ কারণে হামলাকারীরা ঘাঁটি পর্যন্ত যেতে পারেনি।

হামলার পরপরই এক বিবৃতিতে এর দায় স্বীকার করে নেয় আইএস।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।