ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে ইজিপ্টএয়ারের যাত্রীবাহী প্লেন ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
মিশরে ইজিপ্টএয়ারের যাত্রীবাহী প্লেন ছিনতাই ছবি: সংগৃহীত

ঢাকা: আলেকজান্দ্রিয়া থেকে কায়রোগামী ইজিপ্টএয়ারের অভ্যন্তরীন রুটের একটি যাত্রীবাহী প্লেন ছিনতাইয়ের শিকার হয়েছে।

 

মঙ্গলবার (২৯ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) এমএস১৮১ ফ্লাইটটি আলেকজান্দ্রিয়া থেকে উড্ডয়ন করে।

এর কিছুপরই এটি ছিনতাইয়ের শিকার হয় বলে এয়ারলাইন্সটির এক মুখপাত্র জানিয়েছেন।

ছিনতাইয়ের পর এ৩২০ সিরিজের এয়ারবাসটিকে ছিনতাইকারী সাইপ্রাসে অবতরণ করানোর চেষ্টা করে। পরে এটি দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরীতে লারনাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।

মিশরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রথমে প্লেনটিতে ৮০ জন যাত্রী থাকার কথা বললেও পরে জানায়, এতে অন্তত ৫৫ জন যাত্রী ও সাতজন ক্রু রয়েছেন।

প্লেনটিতে বোমা থাকার আশঙ্কা করছে সাইপ্রাস কর্তৃপক্ষ।

এয়ারলাইন ও মিশরীয় সরকারি সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, প্লেনটিতে অন্তত একজন সশস্ত্র বন্দুকধারী রয়েছে। তবে তার বা তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬/আপডেট: ১২৫২ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।