ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

‘রান্না করে রাখো মা, এসে খাবো’ বলে আর ফিরলো না ছেলে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
‘রান্না করে রাখো মা, এসে খাবো’ বলে আর ফিরলো না ছেলে ছবি- সংগৃহীত

ঢাকা: মায়ের সঙ্গে ছেলের ফোনে শেষ কথা হয়েছিল বেলা সাড়ে ১১টা নাগাদ। ছেলে বলছিলেন, ‘মা, ভাত রান্না করে রাখো, এসে খাবো’।

কিন্তু আর বাড়ি ফেরা হলো না। হলো না খাওয়াও।

কলকাতার পার্কসার্কাসের লোহাপুরের বাড়ির বদলে ২৮ বছর বয়সী সাবুদ্দিন ইসলামকে যেতে হয়েছে মেডিকেল কলেজের মর্গে। শহরে নির্মাণাধীন বিবেকানন্দ উড়ালসেতু ভেঙে পড়ে নিভিয়ে দিয়েছে তার জীবন প্রদীপ।

৩১ মার্চ দুপুরে ভেঙে পড়া উড়ালসেতুর এ অভিশাপের খবর ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে রোববার (৩ এপ্রিল)।

সংবাদমাধ্যমে জানা যায়, সাবুদ্দিন পেশায় উবের ট্যাক্সি চালক। সেদিন প্যাসেঞ্জারকে নামিয়ে হাওড়া হয়ে বাড়ি ফেরার কথা ভাবছিলেন তিনি। এই ভেবে মাকে মোবাইলও করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে তিনি তখন পোস্তার রেড সিগন্যালে উড়ালসেতুর নিচে গাড়ি নিয়ে অপেক্ষায়। হঠাৎ সেই উড়ালসেতু ভেঙে পড়লো তার গাড়ির ওপর। দুমড়ে-মুচড়ে গেল সাবুদ্দিনের গাড়ি। চিরতরে নিথর হয়ে গেল সাবুদ্দিনের দেহ।

সাবুদ্দিনের বাড়িতে মায়ের সঙ্গে আছেন তার স্ত্রী আর ৩ মাসের সন্তান। কিন্তু ওই ৩ মাসের সন্তানের ডাক শোনার আগেই তাকে বিদায় করে দিলো কলকাতার প্রকৌশলীদের ভুলে ভরা নির্মাণাধীন উড়ালসেতু।

এই খবর বাড়িতে পৌঁছাতেই চিৎকার করে উঠলেন সাবুদ্দিনের মা, ‘আমার ছেলে ঘরে ফেরে নাই, আর ফিরবেও না। ’

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।