ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

উয়েফা কার্যালয়ে সুইস পুলিশের হানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৮, এপ্রিল ৬, ২০১৬
উয়েফা কার্যালয়ে সুইস পুলিশের হানা ছবি: সংগৃহীত

ঢাকা: পানামা পেপারস কেলেংকারির জের ধরে দ্য ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (উয়েফা) সদর দপ্তরে হানা দিয়েছে সুইস পুলিশ।

সম্প্রতি পানামার আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকো থেকে ফাঁস হওয়া নথিতে উয়েফার সাবেক মহাসচিব ও ফিফার বর্তমান মহাসচিব জিয়ান্নি ইন্তিফান্তিনোর নাম আসায় বুধবার (০৬ এপ্রিল) এ অভিযান চালায় সুইস পুলিশ।

উয়েফায় দায়িত্ব পালনকালে ২০০৬ সালে দুই ব্যবসায়ীর সঙ্গে টেলিভিশন স্বত্ত্ব নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন ইন্তিফান্তিনো। এর আগেই ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ করেছে এফবিআই।

বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজনীতিক, সেলিব্রেটিসহ প্রখ্যাতদের আর্থিক দুর্নীতির গোপন নথি ফাঁস করে  বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে মোসাক ফনসেকো।

বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।